ঢাকা | বঙ্গাব্দ

কাজিপুরে আ.লীগ নেতার পদত্যাগ

  • আপলোড তারিখঃ 25-10-2024 ইং
কাজিপুরে আ.লীগ নেতার পদত্যাগ ছবির ক্যাপশন: পদত্যাগপত্র পাঠ করছেন কাজিপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মিয়া। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে খোকন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি কাজিপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে খোকন মিয়া তার নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন। তিনি উপজেলার আলমপুর গ্ৰামের হাকিম আলীর ছেলে।


খোকন মিয়া লিখিত পদত্যাগপত্রে বলেন, ‘আমি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গেও যোগাযোগ হচ্ছে না।’


তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পদ-পদবি থেকে আমার ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, কোনো ভয়-ভীতি ছাড়াই পদত্যাগ করেছি।’


এ বিষয়ে জানতে কাজিপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জিএম তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?