ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দোকান কর্মচারীকে হত্যা: ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

  • আপলোড তারিখঃ 31-08-2024 ইং
সিরাজগঞ্জে দোকান কর্মচারীকে হত্যা: ৪ জনের আমৃত্যু কারাদণ্ড ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এক দোকান কর্মচারীকে হত্যা মামলার রায়ে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।


বুধবার দুপুরে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান।


দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির সাইফুল সেখের ছেলে ইসমাইল সেখ ওরফে রাসেল, একই এলাকার ফরহাদ সেখের ছেলে রবিন সেখ, ফরিদ সেখের ছেলে নাহিদ সেখ ও আলম সেখের ছেলে আব্দুল মোমিন।


আমৃত্যুর পাশাপাশি সব আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাবাস দেওয়া হয়েছে।


মামলার নথির বরাতে পেশকার মনোয়ারুল ইসলাম বলেন, “২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী ও কান্দাপাড়ার শামসুল হকের ছেলে শামীম হোসেন (২৩) উল্লাপাড়ায় দোকানের মালামাল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন (২৬ জুন) রাতে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়ায় একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।


আসামিরা শামীমের কাছে থাকা মালামাল বিক্রির দেড় লাখ টাকা ও তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যান।


এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন।


পেশকার মনোয়ারুল ইসলাম আরও বলেন, “তাদের মধ্যে ইসমাইল সেখ ওরফে রাসেল ও রবিন সেখ গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


“জামিনে মুক্ত হয়ে আসামিরা পলাতক রয়েছেন।”


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?