সহজে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় একটি মাধ্যম জিমেইল। এখন থেকে অ্যান্ডয়েড স্মার্টফোনে জিমেইল ব্যবহারকারীরা মেইলের বিষয়ে সরাসরি কথোপকথন করতে পারবেন গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির সঙ্গে। টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, এজন্য জিমেইল কিউঅ্যান্ডএ নামে একটি নতুন ফিচার এনেছে কোম্পানিটি।
অর্থের বিনিময়ে জেমিনি ব্যবহার করেন, এমন গ্রাহকরা এ ফিচার ব্যবহার করতে পারবেন। গুগল জানিয়েছে, শিগগিরই আইওএসের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
জিমেইল অ্যাপ থেকে এআই ফিচারটি ব্যবহার করা যাবে। এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি পুরো মেইল ইনবক্স পড়তে সক্ষম। ফলে ব্যবহারকারীর নির্দেশনা মোতাবেক মেইলের সারাংশ, একই বিষয়ের মেইল একত্র করাসহ নানা কাজ করতে পারবেন।
জিমেইলে তথ্য খুঁজতে সাধারণত ওপরের দিকের সার্চ বার ব্যবহার করা হয়। নতুন ফিচার আসার ফলে সেটা না গেলেও কিছুটা পরিবর্তন আসবে। সার্চ বারের পাশে একটি জেমিনি বাটন যুক্ত করা হবে। সার্চের মাধ্যমে কোনো মেইল খুঁজে বের করার পরিবর্তে জিমেইল কিউঅ্যান্ডএ চ্যাটবটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংক্ষিপ্তভাবে জানাবে। তবে উত্তর দেয়ার সময় এটি প্রাসঙ্গিক ইমেইলও প্রদর্শন করবে।
ব্যবহারকারী মাসিক ২০ ডলারের বিনিময়ে জেমিনি বা গুগল এআইওয়ান কিনতে পারবেন। অ্যাপর ওপরের ডান কোণায় থাকা ব্ল্যাক স্টার লোগোয় ক্লিক করে জিমেইল কিউঅ্যান্ডএ ফিচারের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। ভবিষ্যতে এটি গুগল ড্রাইভেও ব্যবহার করা যাবে বলে জানা গেছে।