ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

  • আপলোড তারিখঃ 26-10-2024 ইং
উল্লাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

উল্লাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজি অভিযোগে আব্দুল লতিফ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার আব্দুল লতিফ সরকার উপজেলার কাওয়াক ঘোষপাড়া গ্রামের মরহুম জলিলের ছেলে।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি আব্দুল লতিফ সরকার দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি দখল করেন তিনি।


তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, এনএসআই ও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?