ঢাকা | বঙ্গাব্দ

সলঙ্গায় শিক্ষককে মারধর করায় বিএনপি নেতাকে অব্যাহতি

  • আপলোড তারিখঃ 25-10-2024 ইং
সলঙ্গায় শিক্ষককে মারধর করায় বিএনপি নেতাকে অব্যাহতি ছবির ক্যাপশন: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার। ছবি : সংগৃহীত

শিক্ষককে মারধর করার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকারকে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।


এর আগে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগকারী একজন শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর কারণ দর্শাতে বলা হয়। এর প্রেক্ষিতে আপনি তার জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় আপনার সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় ওই পত্রে।


সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে একজন শিক্ষককে মারধর করে জখমের অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে তিনি যে জবাব দিয়েছেন সেটা সন্তোষজনক না হওয়ায় তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?