সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় মো. ময়নাল হোসেন (৪০) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে গাজীপুর জেলা শ্রীপুর থানার বহেরাচালা নতুন বাজার এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১২ ও র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আটক ময়নাল হোসেন উল্লাপাড়া থানার মৈত্রপাড়া বড়হর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-১২ কমান্ডার (বিএন) এম. আবুল হাশেম সবুজ (বিএন) মঙ্গলবার বিকেলে প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ১৭ আগষ্ট দুপুর দেড়টার দিকে মৈত্রপাড়া গ্রামের জোসনা খাতুনের শিশু কন্যা মদিনা খাতুন (৯), প্রতিবেশি সাইদুলের মেয়ে শাপলা খাতুন (৭) এবং চান্দুর মেয়ে আলমিনা (৯) বাড়ীর পাশে খেলা করছিল। এসময় আসামী ময়নাল হোসেন জোলামানি খাওয়ার কথা বলে তিনজনকে তার শয়ন কক্ষে নিয়ে যায়। এরপর শাপলা খাতুন ও আলমিনা খাতুনকে আসামী ময়নাল ঘর থেকে বের করে দেয় এবং শিশু মদিনাকে তার ঘরের মধ্যে রেখে দেয়। এক পর্যায়ে আসামি তার ঘরের দরজা লাগিয়ে দিয়ে শিশু মদিনাকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হবার পর মদিনার মা জোসনা খাতুন উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ময়নাল হোসেন পলাতক ছিল। তিনি আরো জানান, আটক ময়নালকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।