ঢাকা | বঙ্গাব্দ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে শুভেচ্ছা বিসিবির

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়ালকে শুভেচ্ছা বিসিবির ছবির ক্যাপশন: ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। এতে প্রায় ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাফুফে। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে জয়ী হন তিনি।


এদিকে বাফুফের নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফের সঙ্গে মিলে বাংলাদেশে খেলাধুলার উন্নয়নের কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।


বিসিবি বস বলেন, ‘আমি তাবিথ মোহাম্মদ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটা একটা স্মরণীয় মুহূর্ত। আমি বিশ্বাস করি, তাবিথের নিবেদন ও ভিশন খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ’


ফারুক যোগ করেন, ‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগীতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’


নির্বাচনে ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোটই পান তাবিথ আউয়াল। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন পাঁচটি ভোট। এর আগে, সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। এ ছাড়া সহ-সভাপতির ৪ পদে নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, সাব্বির আহমেদ আরেফ ও ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি নির্বাচিত হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?