ঢাকা ০৯:৩৪:২৭ পিএম | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার ভাতিজা মঈন আবদুল্লাহ ৫ দিনের রিমান্ডে

  • আপলোড তারিখঃ 26-10-2024 ইং
শেখ হাসিনার ভাতিজা মঈন আবদুল্লাহ ৫ দিনের রিমান্ডে ছবির ক্যাপশন: ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


শনিবার (২৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।


শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মঈন উদ্দিন আব্দুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়।


জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়।


এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় মঈন উদ্দিন আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?