যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে শনিবার মিশিগানে নির্বাচনী প্রচার চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তার প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। একই দিনে নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই অঙ্গরাজ্যে মুসলিম ভোটারদের দলে টানা চেষ্টা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মিশিগানে নানা ধর্ম-বর্ণের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত রাজ্য। আছেন আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটার। তাঁরা গাজায় ইসরাইলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন। ভোটারদের মধ্যে আরও আছেন অটো শিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান বাজার নিয়ে তারা দারুণ উদ্বিগ্ন। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সদর দপ্তরও মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে।
ফলে যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার একটি। সেখানে ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।
মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক আখ্যা দিয়ে দেশকে রক্ষায় কমলা হ্যারিসকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন মিশেল ওবামা। আর কমলা হ্যারিস বলেন, গেল আট বছরে ট্রাম্প আরও বেশি বিভ্রান্ত, অস্থির ও রাগান্বিত হয়ে উঠেছেন।
শনিবারের এই প্রচারে কমলা গাজা যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, গাজা যুদ্ধের শিগগিরি অবসান ঘটাতে হবে এবং ইসরাইলি জিম্মিদেরকেও ফিরিয়ে আনতে হবে। এছাড়া মিশিগানের প্রচারে গর্ভপাতের অধিকার, ট্যাক্স, ইউনিয়ন এবং শুল্কের বিষয়ে বক্তব্য দিয়েও ভোটারদের টানার চেষ্টা করছেন কমলা।
অন্যদিকে, মিশিগানের ডিয়ারবর্ন শহরের কাছাকাছি অবস্থিত ডেট্রয়েট শহরতলির নভিতে এক জনসভাতে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তাঁর যুক্তি, মুসলিম ভোটারদের সমর্থন তাঁর প্রাপ্য। কারণ, তিনি লড়াই শেষ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।
ট্রাম্প বলেন, তারা ভোটের ফলাফল একদিকে বা অন্যদিকে নিয়ে যেতে পারে। এ সময় ট্রাম্পের সঙ্গে মঞ্চে ছিলেন মিশিগানের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নেতারা। এই নেতাদের একজন ইমাম বিলাল আলজুহাইরি ট্রাম্পকে শান্তির প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ডিয়ারবর্নকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রথম আরব সংখ্যাগরিষ্ঠ শহর হিসেবে ঘোষণা করা হয়।
ট্রাম্প নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ‘গোটা বিশ্বের ময়লার ভাগাড়’ বলে অভিহিত করেন। কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমলা সান ফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করেছেন। ট্রাম্প বলেন, হ্যারিস প্রেসিডেন্ট হলে মিশিগানও ধ্বংস হয়ে যাবে।