ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়ায় মামলা তুলে নিতে বাদী পক্ষের ওপর হামলা ও হত্যার হুমকি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বপন হত্যা মামলার বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি ও মারধরের ঘটনা ঘটেছে।
  • আপলোড তারিখঃ 03-11-2024 ইং
উল্লাপাড়ায় মামলা তুলে নিতে বাদী পক্ষের ওপর হামলা ও হত্যার হুমকি ছবির ক্যাপশন: ফোকাস উল্লাপাড়া

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার শাহীকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার ও স্বজনরা। এ ঘটনায় গতকাল রাতে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন বাদী পরিবারের লোকজন।


মামলার অভিযোগসূত্রে জানা যায়,  চলতি বছরের ৭ফেব্রুয়ারী স্বপন হোসেনকে পান্না আলী দেশীয় অস্ত্র দ্বারা মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। মামলা হওয়ার পর কয়েকজনকে গ্রেপ্তার করে হাজতে পাঠায় আদালত। পরে পান্না আলীর আপন ভাই ও একই পরিবারের আসামীরা বিভিন্ন সময় দায়েরকৃত হত্যা মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এতে রাজি না হওয়ায় পান্নার আত্মীয় স্বজনেরা দলবদ্ধ হয়ে শনিবার সন্ধ্যার দিকে শরিফুল, শিল্পী বেগম, নয়ন, মহির উদ্দিন, শহিদুল, আলিফ হোসেনসহ ১০/১২ জনকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হাতুরী, রামদা, ছোরা, হাসুয়া, বাঁশের লাঠি, কাঠের বাটাম, বাঁশের খোস্তা দিয়ে আঘাত করে। এ ঘটনায় মহির উদ্দিনের বাম হাতের আঙ্গুল কেটে যায় ও শিল্পী ও আলিফের মাথায় কোপ লেগে রক্তাক্ত হয়। এ ঘটনায় নয়নসহ অনেকেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অভিযোগে আসামীরা হলেন- সাদ্দাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৫৫), পিতা-মৃত বেলাত প্রাং,  রাব্বি হোসেন (১৯), পিতা-মোঃ পান্না আলী, আব্দুস সামাদ (৫০), পিতা-অজ্ঞাত,  মধুমালা খাতুন (৩২), স্বামী-মোঃ আব্দুস সামাদ, শেফালী খাতুন (৪৮), স্বামী-মোঃ আমজাদ হোসেন, গাজী (৪২), পিতা-মৃত হারান প্রাং, রোজিনা খাতুন (৩৫), স্বামী-মোঃ পান্না আলী, শাপলা খাতুন (২৫), পিতা- সাদ্দাম হোসেন, মজিবর রহমান (৪৮), বাবু (৪৪), উভয় পিতা-মৃত হারান প্রাং, দুলাল (৫৭), পিতা-মৃত দেলোয়ার প্রাংসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।


উল্লাপাড়া মডেল থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?