ঢাকা | বঙ্গাব্দ

আমি ওর মধ্যে এখনই স্টারডম দেখতে পাই : পরীমণি

  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং
আমি ওর মধ্যে এখনই স্টারডম দেখতে পাই : পরীমণি ছবির ক্যাপশন: ছেলের সঙ্গে পরীমণি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নাম পরীমণি। অভিনইয়রের পর একমাত্র ছেলে নিয়েই কাটে তার সময়। প্রায় সময় সামাজিক যোগাযগমাধ্যমে ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের বিভিন্ন ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেইসঙ্গে ছেলে সম্পর্কে নিজের ধারণাও ভাগ করে নিয়েছেন। পরী তার ২ বছরের সন্তানের মাঝে এখনই  স্টারডম খুঁজে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি।


শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, গাড়ির জানালা দিয়ে একঝাঁক পথশিশুদের উদ্দেশ্য করে হাত নাড়াচ্ছেন ছোট্ট পুন্য। শুধু তাই নয়, এই সময় সকলের উদ্দেশে তাকে উড়ন্ত চুম্বন প্রদর্শন করতে দেখা যায়। যেন কোন এক সুপারস্টার তার ভক্তদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন।


সেই পোস্টের ক্যাপশনেই পরীমনি লেখেন, আমি ওর মধ্যে এখনই একটা স্টারডম দেখতে পাই। ভিষণ রকম লিডারশীপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ গুণ তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কীভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া।


২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে সেই বছর তাদের প্রেম গড়ায় পরিণয়ে। অতঃপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে ছেলেকে একাই সামলাচ্ছেন পরীমনি।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?