ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় ঐতিহ্যের টানে কুস্তি উৎসব

  • আপলোড তারিখঃ 06-07-2025 ইং
নেত্রকোনায় ঐতিহ্যের টানে কুস্তি উৎসব ছবির ক্যাপশন: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনা সদর উপজেলার ৭ নম্বর কাইলাটি ইউনিয়নের অনন্তপুর খেলার মাঠে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা। লোকজ সংস্কৃতির চর্চা ও পুনর্জাগরণের উদ্দেশ্যে আয়োজিত এই খেলাকে ঘিরে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি এবং স্থানীয়দের অংশগ্রহণে মাঠে ছিল প্রাণচাঞ্চল্য ও আবেগঘন মুহূর্ত।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. মাহফুজুল হক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর কাইলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতায় স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার অভিজ্ঞ ও নবীন কুস্তিগিররা অংশগ্রহণ করেন। লড়াই চলে বেশ জমজমাটভাবে। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।


প্রধান অতিথি ডা. আনোয়ারুল হক তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, সাহসিকতা ও স্বাস্থ্যচেতনা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই।”


স্থানীয় বাসিন্দারা জানান, কুস্তির মতো লোকজ খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম এসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে এবং তা টিকে থাকবে। এ আয়োজন যেন প্রতিবছরই অব্যাহত থাকে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে