ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাঠালিয়া প্রেসক্লাব এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের হাতে এ কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মোসতাক আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রূপালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমানসহ অতিথি বৃন্দ ও উপকার ভোগীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।