ঢাকা | বঙ্গাব্দ

এখনো আমাদের কাঁধে বড় শয়তান নিঃশ্বাস ফেলছে : মাহফুজ আলম

  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং
এখনো আমাদের কাঁধে বড় শয়তান নিঃশ্বাস ফেলছে : মাহফুজ আলম ছবির ক্যাপশন: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:



এখনো ঐক্যই দরকার মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘বড় শয়তান এখনো আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে।’



রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।




মাহফুজ আলম বলেন, ‘এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না।’



তিনি আরও বলেন, ‘বড় শয়তান এখনো আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।’




মাহফুজ আলমের এই পোস্টের মন্তব্যের তলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টের পর আধা ঘণ্টা যেতেই ৭ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে।



অনেকের প্রশ্ন, কে বা কারা ঐক্য নষ্ট করল তা উপদেষ্টা নিজ উদ্যোগে খোঁজ নিয়েছেন কিনা?



এমন এক নেটিজেনের প্রশ্নের জবাবও দিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি রিপ্লাইয়ে লিখেছেন, ‘দোষারোপের চাইতে সমাধান দরকার আমাদের।’



অনেকের মত, এই প্রতিদ্বন্দ্বিতা এখন বিদ্বেষ আর শত্রুতায় পরিণত হচ্ছে। যা শিগগিরই থামাতে হবে। দেশের এবং রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।



এহসান নামে একজন শঙ্কা প্রকাশ করেছেন এভাবে, ‘দিনশেষে আমরা শুধু ফ্যাসিবাদের মুখোশ উৎখাত করতে পেরেছি। আওয়ামী ফ্যাসিবাদের যে ডিজাইন করেছে, তারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, তাদের উৎখাত ব্যতীত বাংলাদেশ স্থিতিশীল হবে না। সম্মিলিত ঐক্য ছাড়া আমরা যদি তাদের বিরুদ্ধে না দাঁড়াই, রাষ্ট্র আবার শত্রুদের নিয়ন্ত্রণে চলে যাবে।’


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে