ঢাকা | বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই ঘোষণা

নির্বাচন কমিশন সচিবালয়ের সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই ঘোষণা ছবির ক্যাপশন: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) আগামী সপ্তাহেই ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এই রোডম্যাপে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 


সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এবং ইসিকে চিঠি দিয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। 


প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে, মূলত তা নিয়ে পথনকশা তৈরি করছে ইসি সচিবালয়। 


ইসি সচিব বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’


রোডম্যাপে কী থাকবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোডম্যাপে কী কী থাকবে, ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে। তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে