দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি -
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
দোয়া মাহফিলের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বড় মসজিদ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি মো. হুমায়ুন কবীর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
পরবর্তীতে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা। কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ শহীদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম.এ জিন্নাহ, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, কবি লোকান্ত শাওন প্রমুখ।
বক্তারা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডি দেশ ও জাতির জন্য এক গভীর মর্মান্তিক ঘটনা। এ দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে তা আমাদের শোকাহত করেছে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সভায় উপস্থিত সকলে এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।