ঢাকা | বঙ্গাব্দ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ছবির ক্যাপশন: তাবিথ আউয়াল। ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে বাফুফের তৃতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফএম মিজানুর রহমান পেয়েছেন পাঁচ ভোট। এবােরর নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন।  


শনিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


পরে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন।


এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা সাড়ে ছয়টা) পর্যন্ত সহসভাপতি পদে ভোট গোনা চলেছে।


গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তাবিথ। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাবো। 


ব্যবসায়ী হিসেবে পরিচিত তাবিথ আছেন বিএনপির জাতীয় কমিটিতে। ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন দুইবার।


১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। এসএ সুলতান বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি নির্বাচিত হন। এরপর কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। 


তারপর থেকে চার মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন সালাউদ্দিন। তবে এবার তিনি নির্বাচনে যান নাই। 


সালাউদ্দিনের আমলে এর আগে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে চার ভোটে হেরে যান তিনি। 


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?