১৪ আগস্ট রাতে মুক্তি দেয়ার পর ‘রক্তবীজ-২’ সিনেমার টিজার নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভারত বাংলাদেশ সম্পর্ক,উগ্রবাদ আর দ্বন্দ্ব এই ছবির মূল উপজীব্য বলে ধারণা করা হচ্ছে।এছাড়া ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমাটি।
১০৮ সেকেন্ডের টিজার দেথে মনে হতে পারে যে ভারত বাংলাদেশ সম্পর্কের বাধা সন্ত্রাসবাদ।এই ছবিতে সীমা বিশ্বাসকে শেখ হাসিনার চরিত্রে এবং ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে অভিনয় করতে।অনেকেই মনে করছেন, প্রণব মুখার্জির জীবনের ছায়া রয়েছে ছবিতে। বাংলাদেশ সফরে এসে ্শ্বশুরবাড়ি দেখতে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন প্রণব। তাঁর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় ছিলেন সেখানকার মেয়ে।
২০২৩ সালে প্রথম নির্মিত হয় ‘রক্তবীজ’, বলা হয় সত্য ঘটনা অবলম্বনে।তখন মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে। ‘রক্তবীজ-২’ এ তাঁরাও আছেন। আছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় খলনায়কের চরিত্রে। সম্ভবত বাংলাদেশি কোনো চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান।
শেখ হাসিনার চরিত্রে সীমা বিশ্বাস ‘ব্যান্ডিট কুইন’ ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। জুলাই অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে তিনি কেমন অভিনয় করেছেন তা ছবি মুক্তি পাবার পরেই বোঝা যাবে।
আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে ।