ঢাকা | বঙ্গাব্দ

বাসচাপায় দুই বাইক আরোহী নিহত, আহত ১০

  • আপলোড তারিখঃ 17-10-2024 ইং
বাসচাপায় দুই বাইক আরোহী নিহত, আহত ১০ ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জে-বাসচাপায়-দুই-বাইক-আরোহী-নিহত-আহত-১০ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালশাবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার বাস।


উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১০ জন আহত হন, যাদের উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ।


ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালশাবাড়ী এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।


এ দুর্ঘটনায় ১০ জনের মতো বাসযাত্রী আহত হয়েছেন।


আহত যাত্রীদের উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি বালশাবাড়ী এলাকায় পৌঁছায়। ওই মহাসড়কের ওপর একটি তিন চাকার ভ্যানগাড়ি মাঝামাঝি চলে আসে বাসচালক তাকে বাঁচাতে গিয়ে ডান পাশের দোকানের ওপর তুলে দেন। দোকানের সামনে দুটি মোটরসসাইকেলে বসে থাকা দুইজন আরহীকে চাপা দিয়ে দুমড়েমুচড়ে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।


তিনি জানান, বাইক আরোহীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।


পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১০ জন আহত হন, যাদের উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?