ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে সড়কে মাছ ভর্তি পিকআপসহ ৫টি যানবাহন লুট

  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং
জয়পুরহাটে সড়কে মাছ ভর্তি পিকআপসহ ৫টি যানবাহন লুট ছবির ক্যাপশন: সংগৃহীত

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতরা ঢাকা থেকে আসা নাইট কোচ ও ট্রাকের যাত্রী, চালক ও হেলপারদের ওপর হামলা করে মোবাইল, টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নেয়। এসময় ডাকাতরা মাছ ভর্তি একটি পিকআপ ভ্যানও লুট করে।


ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা গাছ কেটে সড়কে ব্যারিকেড দেয়। এরপর ঢাকা থেকে জয়পুরহাট ফেরার পথে শাহ ফতেহ আলী ও যমুনা লাইন কোচ ডাকাতদের কবলে পড়ে। যমুনা লাইনের যাত্রীদের সর্বস্ব লুট হয়, আর শাহ ফতেহ আলী বাসের চালক ও হেলপারকে মারপিট করে ব্যাপক ভাঙচুর চালায়।




ডাকাতরা বগুড়া গামী দুটি ট্রাকের চালকের কাছ থেকেও টাকা ছিনিয়ে নেয়। কালাইয়ের বেয়ালা গ্রাম থেকে ১৮ মণ পাবদা মাছ নিয়ে সিরাজগঞ্জের বাজারে যাচ্ছিলেন গোলাম রব্বানী। ডাকাতরা তাকে অস্ত্রের মুখে বেঁধে মাছ ভর্তি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।


মাছ ব্যবসায়ী গোলাম রব্বানী বলেন, "রাত আড়াইটার দিকে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছানোর পর ডাকাতরা আমাদের ওপর হামলা করে। তারা আমাদের অন্য ট্রাকের কেবিনে বেঁধে রাখে এবং ঢাকা কোচের ডাকাতি করে।"


শাহ ফতেহ আলী বগুড়া অঞ্চলের ব্যবস্থাপক আব্দুল আজিজ জানান, তাদের গাড়ি ভাঙচুর করে ডাকাতরা মোবাইল ফোন ও অন্যান্য মালপত্র লুট করেছে।


বাংলালিংক টাওয়ারের নৈশ্য প্রহরী মোজাফফর হোসেন জানান, পুলিশ গত রাতে টহল দিলেও পরে সেখানে উপস্থিত হয়নি।




কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, "ডাকাতির ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?