ঢাকা | বঙ্গাব্দ

ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলছে অফিস

  • আপলোড তারিখঃ 15-06-2025 ইং
ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলছে অফিস ছবির ক্যাপশন: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদুল আজহার আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। সেই হিসেবে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটান সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরিজীবীরা।


যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন তাদের অনেকেই গতকাল শনিবার রাজধানীতে এসে পৌঁছেছেন। তবে রাজধানী এখনও পুরোনো রূপে ফেরেনি।ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে