বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনাকে এক পাল্লায় মাপা হলে ফ্যাসিবাদ আড়ালে চলে যাওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
শুক্রবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাসদ।
এ উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাসদ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এরপর আলোচনা অনুষ্ঠানে নাজমুল হক প্রধান বলেন, ‘শেখ মুজিব মুক্তিযুদ্ধের স্থপতি-এটি একটি অমোঘ ঐতিহাসিক সত্য। স্বাধীনতার পর তার শাসন নিয়ে বিতর্ক ও সমালোচনা থাকলেও, তার ভুলত্রুটির খেসারত তিনি ও তার পরিবারকে নির্মম মৃত্যুর মধ্য দিয়েই দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে বিচার করতে হবে তার সমগ্র জীবন ও সংগ্রামের আলোকে। বাংলাদেশ থাকলে বঙ্গবন্ধু থাকবেন, জয় বাংলা থাকবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও ফ্যাসিস্ট হাসিনাকে এক পাল্লায় মাপা হলে ফ্যাসিবাদ আড়ালে যাবার সুযোগ পাবে।’
বাংলাদেশ জাসদের ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক জি.এস. ডা. মুশতাক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু এবং রোকনুজ্জামান রোকন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মনজু।
ডা. মুশতাক হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, গণতন্ত্র ও মুক্তির জন্য আপসহীন ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। যারা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও ভূমিকা খাটো করতে চায়, ইতিহাস বিকৃত করতে চায়, তারাই মূলত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করার ক্ষেত্র তৈরি করছে। তারা চব্বিশের গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।’
বাংলাদেশ জাসদ নেতারা বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার নিন্দা জানান আলোচনা সভায়। পরে গণতন্ত্র, সমতা ও ন্যায় বিচারের দেশ গড়তে ও ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভা শেষ হয়।