ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দুটি মাথা নিয়ে একটি কন্যা শিশুর জন্ম

  • আপলোড তারিখঃ 03-08-2025 ইং
রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দুটি মাথা নিয়ে একটি কন্যা শিশুর জন্ম ছবির ক্যাপশন: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি


রাজশাহী মহানগরীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দুটি মাথা নিয়ে একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। শিশুর মায়ের নাম সুমাইয়া খাতুন আর বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়। শিশুটি জন্মের পর অনেকটাই চাঞ্ছল্য সৃষ্টি হয় হাসপাতালজুড়ে। লোকজন ভীড় করে শিশুটিতে এক নজর দেখার জন্য।


 শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে শিশুটির জন্ম হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মুখপাত্র ডা. শংকর কে রায় বিষয়টি নিশ্চিত করেছেন।


পরিবারের সদস্যরা জানান, সুমাইয়ার প্রসব ব্যাথা উঠলে তাকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি একটি কন্যা শিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা রয়েছে দুটি। শিশুটির জন্মের পর মিশন হাসপাতাল থেকে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।


রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় বলেন, ‘এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। দুই মুখমণ্ডল থাকায় রয়েছে চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা। এখন আমাদের প্রধান কাজ হলো তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে। তবে শিশুটি ভাল আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে