ঢাকা | বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস দাবিতে রেল ব্লকেড অবরোধ কর্মসূচি

  • আপলোড তারিখঃ 13-08-2025 ইং
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস দাবিতে রেল ব্লকেড অবরোধ কর্মসূচি ছবির ক্যাপশন: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রেল ব্লকেড অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা- উত্তরবঙ্গের রেলপথ অবরোধ কর্মসূচি ৬ ঘণ্টা পর প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।


বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের ক্রসিংয়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচিটি শুরু করা হয়। পরে বিকেল ৩ টায় ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন পারাপারের মধ্যে দিয়ে রেল চলাচল শুরু হয়।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবরোধের ফলে যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উল্লাপাড়া রেলস্টেশনের দুই প্রান্তের স্টেশনগুলোতে আটকা পড়ে ধূমকেতু, সিল্কসিটি, চিলাহাটি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


রেলপথ অবরোধ করা শিক্ষার্থীরা জানান, প্রধান উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টা, এই চারজনের কোনো একজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেওয়া অবধি অবরোধ অব্যাহত থাকবে।


বৃষ্টিতে ভিজেও অবরোধ অব্যাহত রাখা শিক্ষার্থীরা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন।


এর আগে সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা পাঁচটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করে। মঙ্গলবার (১২ আগস্ট) একই স্থানে সেমিনারও অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এর পর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে