ঢাকা | বঙ্গাব্দ

ঢাবি ছাত্রদল ঘোষিত হল আহ্বায়ক কমিটি বহাল থাকছে!

  • আপলোড তারিখঃ 14-08-2025 ইং
ঢাবি ছাত্রদল ঘোষিত হল আহ্বায়ক কমিটি বহাল থাকছে! ছবির ক্যাপশন: সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ হলের ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বহাল থাকছে- বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


তিনি বলেন, ‘প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নিয়ে হওয়া বৈঠকের আপডেট জানতেই বৃহস্পতিবার আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কতৃপক্ষ। ততদিন পর্যন্ত আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।’


বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শুক্রবার হল কেন্দ্রিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।


ঢাবি উপাচার্যের সঙ্গে আলাপের পর এ কথা জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: খবরের কাগজ

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ হলের ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বহাল থাকছে- বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


তিনি বলেন, ‘প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নিয়ে হওয়া বৈঠকের আপডেট জানতেই বৃহস্পতিবার আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কতৃপক্ষ। ততদিন পর্যন্ত আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।’


বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শুক্রবার হল কেন্দ্রিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।


ডাকসুর বিষয়ে ইতিবাচক ছাত্রদল - এমন প্রসঙ্গ উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এত মবের শিকার হয়েছি, সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় কীভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সে বিষয়ে সচেতন রয়েছে।’


ছাত্রলীগের মতো শিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হল দখল করছে এমন মন্তব্য করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নামে ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছে।’


তিনি আরও বলেন, ‘গুপ্ত ছাত্ররাজনীতি বন্ধে তারা কাজ করবে, বলে আমাদের জানিয়েছে। শনিবারের মধ্যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা এবং হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করার বিষয়ে আপডেট দেবেন, বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আমরা দাবি জানিয়েছি, চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন জানিয়েছে, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে তারা কাজ করছে।’


এতে অন্যান্যদের মধ্যে বৈঠকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে