ঢাকা | বঙ্গাব্দ

হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

  • আপলোড তারিখঃ 03-12-2024 ইং
হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি শহরের আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।


পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবির, মইনুল হাসান রিসালাত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছহরাফ ইসলাম ইমন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সদস্য আবুল বাশার প্রমুখ। 


বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের একটি গোষ্ঠী নানাভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ চালিয়েছে। এজন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই ঘটনার জন্য অবশ্যই জবাব দিতে হবে। এর সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কী কারণ ?