ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান

  • আপলোড তারিখঃ 22-07-2025 ইং
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক:


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শ আর যাতে কখনো ফিরে আসতে না পারে সেজন্য সকল ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 



সোমবার (২১ জুলাই) বিকেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়োজনে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষ্যে যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রারাসা প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


তথ্য উপদেষ্টা বলেন, দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষই কোনো না কোনোভাবে মজলুম হয়েছে। ফলে এখন সবচেয়ে প্রয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মজলুম মানুষের মধ্যে একটি ঐক্য গড়ে তোলা। সেই ঐক্য হতে হবে জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, যাতে আওয়ামী লীগের ফ্যাসিবাদী মতাদর্শ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে না পারে।


মাহফুজ আলম বলেন, গত ৫৩ বছর ধরে মাদরাসার শিক্ষার্থীদের প্রতি শিক্ষাব্যবস্থায় বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বজায়ে ছিল। রাষ্ট্রীয় নীতিতে ইসলামফোবিয়া, আলেম ও শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞা ও বিদ্বেষ জায়গা করে নেয়। বিশেষ করে গত ১৫ বছরে এই বিদ্বেষ প্রাতিষ্ঠানিক রূপ পায়। এমনকি তাদের মৃত্যুকেও রাষ্ট্র ‘এক্সপেন্ডেবল’  বা ‘মরে গেছে তো কী হয়েছে? মনে করেছে।


উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে এক রাতেই অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল। আমরা ৬০-৭০ জনের কথা জানলেও সেই সংখ্যাটা আরও বেশি। ওই রাত্রেই সবাইকে ঢাকা থেকে বের করে দিয়ে ঢাকা শহরকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত করা হয়েছে বলে জাস্টিফিকেশন দেয়া হলো


মা-বাবাদের কী জবাব দেবো? নিজেদেরই দিতে পারছি না: প্রধান উপদেষ্টামা-বাবাদের কী জবাব দেবো? নিজেদেরই দিতে পারছি না: প্রধান উপদেষ্টা

ফ্যাসিস্ট শেখ হাসিনার আগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ৯৬ এর আমলে ব্রাহ্মণবাড়িয়াতে শাইখুল হাদিস আজিজুল হক থেকে শুরু করে অনেক আলেম ওলামাকে গ্রেফতার করা হয়েছিল। গত ৫০ বছরের রাষ্ট্রের পলিসি ছিল সবসময় আলেম ওলামাদেরকে আলাদা করা। মাদরাসার শিক্ষার্থীদের শহীদের সংখ্যা শতাধিক দেখে বুঝতে পারি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে কত ঘৃণা ও ক্ষোভ জমেছিল। এই ব্যবস্থাকে মূলোৎপাটনে কত আকাঙ্ক্ষা তাদের মনে ছিল যে তারা তাদের জীবন কোরবানি করে দিয়েছে। আমরা তাদের আজকে সশ্রদ্ধ সালাম ও আত্মার মাগফেরাত কামনা করি।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে