ঢাকা | বঙ্গাব্দ

টানা বর্ষণে কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে

  • আপলোড তারিখঃ 03-08-2025 ইং
টানা বর্ষণে কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে ছবির ক্যাপশন: সংগৃহীত

রাঙ্গামাটি প্রতিনিধি


রাঙ্গামাটির কাপ্তাই লেকে টানা বর্ষণে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। রোববার (৩ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৬ দশমিক ৮৪ ফুট মিন সি লেভেল, যা সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুটের খুব কাছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।


তিনি বলেন, যদি পানি ১০৮ ফুট ছাড়িয়ে যায়, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট ধাপে ধাপে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সভার পর জানানো হবে।


প্রকৌশলী মাহমুদ হাসান আরও বলেন, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে। রোববার সকাল ৯টা পর্যন্ত মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ focusullapara

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

প্রস্তাবিত জুলাই সনদে নিরীক্ষা ও হিসাব বিভাগের পৃথকীকরণ বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে